“সার্চ ইঞ্জিন” বললেই আমাদের মাথায় সবার আগে চলে আসে গুগলের নাম। গুগল ছাড়া ইন্টারনেটের কথা যেন চিন্তাও করা যায় না। কিন্তু প্রথম সার্চ ইঞ্জিনের জন্ম গুগলের অনেক আগে। ১৯৮৯ সালে কম্পিউটার বিজ্ঞানী Alan Emtage ম্যাকগিল ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রিতে পড়ার সময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এডমিনিস্টেটরের পদে দায়িত্ব দেওয়া হয়।
কাজ করতে গিয়ে তিনি দেখেন ছাত্রদের জন্য সারাক্ষণ ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে সফটওয়্যার খোঁজা ভয়ানক বিরক্তিকর একটি কাজ! তিনি ভাবলেন এমন কিছু তৈরি করার, যেন চাইলেই যে কোন তথ্য খুঁজে বের করা যায় সহজেই। সেই ভাবনা থেকে তিনি একটি Script set তৈরি করেন যেটি ভার্সিটির সিস্টেম ডেটাবেজ থেকে নিজে নিজেই অনায়াসে তথ্য খুঁজে দিতে পারে!
তাঁর এই চমৎকার আবিষ্কারের গল্প চারিদিকে ছড়িয়ে গেলে, আরো দুইজন বন্ধু বিজ্ঞানী এগিয়ে এলেন- Mike Parker এবং Bill Heelan তাঁরা তিনজন মিলে ১৯৯১ সালে তৈরি করেন পৃথিবীর প্রথম অনলাইন সার্চ ইঞ্জিণ- Archie! Archive থেকে তথ্য খুঁজতেই সার্চ ইঞ্জিনের আবিষ্কার, তাই শব্দটি থেকে শুধু ‘v’ অক্ষরটি বাদ দিয়ে নাম হলো Archie!
সংগ্রহে-
মো:সামছুল হোসেন।সহ:শিক্ষক। দেওকলস দ্বি- পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিশ্বনাথ,সিলেট।