জীবজগতে স্তন্যপায়ী প্রাণী ও পাখিরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। দেহের তাপ সর্বদা নির্দিষ্ট মাত্রায় বজায় রখতে এদের দেহে ক্রমাগত উৎপাদিত তাপের একাংশ ত্বকের নিচের ঘাম নির্গমণকারী গ্রন্থি দিয়ে ঘামরূপে বেরিয়ে যায় ও দেহকে শীতল রাখে। কুকুরের এ গ্রন্থি কম থাকায় এরা জিহ্বা ঝুলিয়ে রাখে এবং হাঁপানাের মাধ্যমে নাক দিয়ে বাতাস গ্রহণ ও মুখ দিয়ে তা বের করে দিয়ে দেহকে শীতল করে।