যখন কোন পরমানু অন্য কোন পরমানুর সাথে যুক্ত হয় তখন তারা একে অপরের সাথে ইলেক্ট্রন শেয়ার করে। এতে পরমানুটি হয় ধনাত্নক বা ঋনাত্নক চার্জে আহিত হয়ে পড়ে। যখন কোন পরমানু অন্যকোন পরমানুর সাথে থাকে না তখন সে ইলেক্ট্রন শেয়ার করতে পারে না। তাই তার চার্জ ও শূন্য থাকে।