Jannatul Ferdous আপু,
একটি সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটিকে নিঃসন্দেহে জোড় সংখ্যা বলা যাবে । এর পাশাপাশি যদি সংখ্যাটি অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাতে কোনো সমস্যা নেই।
যেমন ২৪ একটি জোড় সংখ্যা । এটি কিন্তু ২ ছাড়াও ১,৩,৪,৬,৮,১২,২৪ সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু এখানে জোড় সংখ্যা হওয়ার জন্য ২ দ্বারা নিঃশেষে নিভাজ্য হওয়াটাই মুখ্য বিষয়।