যে সমস্ত পুরুষের বীর্যরসে শুক্রানুর সংখ্যা শূন্য বা শুক্রানু একেবারেই অনুপস্থিত, এই পরিস্থিতিকে শুক্রানুশূন্যতা বা অ্যাজুস্পার্মিয়া (Azoospermia) বলা হয়। কোনও কারণে যখন শুক্রাশয়ে শুক্রানুর উৎপাদনে ধারাবাহিক ভাবে বাধাপ্রাপ্ত হয় বা শুক্রানুর উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন কোনও ব্যক্তি অ্যাজুস্পার্মিয়ায় আক্রান্ত হন। এটা পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ।
শুক্রানুশূন্যতা বা অ্যাজুস্পার্মিয়া কেন হয়?
ক্রমোজমগত ত্রুটি, জিনগত সমস্যা, কোনও রকম আঘাত লাগার কারণে, মাম্স, টিউবারকিউলিসিস-এর মতো কোনও সংক্রমণের কারণে, কেমোথেরাপির কারণে, মাথায় কোনও আঘাত লাগার কারণে পিটুইটারি গ্রন্থির কার্যক্ষমতা আংশিক বাধাপ্রাপ্ত হলে শুক্রানুশূন্যতা বা অ্যাজুস্পার্মিয়া দেখা দিতে পারে। এ ছাড়াও, শুক্রানু নির্মগমের পথ কোনও সংক্রমণের কারণে বাধাপ্রাপ্ত হলে বা হার্নিয়া বা ওই রকম কোনও অস্ত্রোপচারের ফলে শুক্রানুশূন্যতা বা অ্যাজুস্পার্মিয়া দেখা দিতে পারে।