আলো সরল রেখায় চলে। কোনও আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে, ওই বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থানের সৃষ্টি হয়, তাকে ওই অস্বচ্ছ বস্তুর ছায়া বলে। ছায়া তৈরি হয় আলোর অনুপস্থিতিতে। মনে করেন আপনি দেয়ালে আলো ফেললেন। এই আলো ৩ লক্ষ কি.মি./সে. গতিতে যাচ্ছে। আপনি যদি আলোর সামনে দাড়ান, তৎক্ষণাৎ আলোর সামনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আপনার ছায়া তৈরি হবে। আলো কখনো আলোকে বাধা দিতে পারেনা।