Senku Ishigami-আলোর ভর না থকার সত্বেও ভরবেগ। আছে কারন আলো একইসাথে কণা ও তরঙ্গ। আলো তরঙ্গ মানে তরঙ্গদৈর্ঘ্য আছে। কোনো বস্তুর তরঙ্গদৈর্ঘ্য থাকলে এর ভরবেগ থাকবে। কোনো বস্তুর ভরবেগ তার তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাই বেগ এক ও ভরহীন হওয়ার সত্ত্বেও ভরবেগ ভিন্ন হয়। আলো স্থান কালের বক্রতার জন্যই বাঁকে। সাধারন আপেক্ষিকতা আমাদের বলে মহাকর্ষ আসলে স্থান কালের বক্রতা ছাড়া কিছু না। আলো সবসময় সোজা পথে যায় এটাও আমরা জানি। তাই আলো সোজা গেলেও স্থান কালের বক্রতার প্রভাবে এটি বাঁকে।