ছায়াকে আসলে Atom এর তৈরি বলা যায় না। এর জন্য ছায়া এবং Atom এর সংজ্ঞা জানা প্রয়োজন।
মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসয়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বা Atom বলে।
আলোর গতিপথে কোন অস্বচ্ছ বস্তুুুু থাকলে বা রাখলে বস্তুুটির পেছনে একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হয়। এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটিকেে ছায়া বলা হয়।
আর যেহেতু ছায়া কেবলই আলোর অনুপস্থিতির ফলে সৃষ্টি হয়। তাই ছায়া কোনো মৌল বা কোনো মৌলিক একক দ্বারা গঠিত না। একারণে ছায়া Atom বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি নয়।