তারা এভাবেই অভিযোজিত হয়েছে। সূর্য র বদলে তারা পানির নিচের বিভিন্ন উপাদান দিয়ে কাজ চালায়। এখন বেচে থাকার জন্য তাদের দরকার হল গ্লুকোজ। এক ক্ষেত্রে তারা কার্বন ডাই অক্সাইড দিয়ে কার্বন সংগ্রহ করে। পাশাপাশি পাথর দিয়ে বিভিন্ন ইনঅরগানিক উপাদান কালেক্ট করে। যেমন ধরুন হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি। পাশাপাশি পানিকেই তারা তাদের প্রয়োজনীয় উপাদানে পরিনত করে !