আমাদের কোষের স্নায়ুতে আয়ন রয়েছে।এই আয়নগুলো হচ্ছে সোডিয়াম,পটাশিয়াম, ক্লোরাইড। পানিতে সোডিয়াম,পটাশিয়াম, ক্লোরাইড এসব থাকে না।যখন পানি ক্ষতস্থানের স্নায়ু এবং স্নায়ুর ঝিল্লিতে প্রবেশ করে তখন এটি স্নায়ুর আয়নিক ভারসাম্যকে পরিবর্তন করে দেয় এবং ক্ষতস্থানের মুক্ত নিউরন গুলোতে বৈদ্যুতিক সংকেত প্রদান করে। ফলস্বরূপ ক্ষতস্থানে পানি লাগলে জ্বালা পোড়া অনুভব হয়।পানির ফলে শরীরের এই জ্বালা পোড়াকে Cutaneous hyperalgesia বলা হয়।