শরীরের চুল বা লােম তৈরি হয় এর গােড়ায় চামড়ার ভেতরের ছােট কোটরে (হেয়ার ফলিকল)। এখানে কোষের জিনগত বৈশিষ্ট্য ও প্রাপ্ত খাদ্যের প্রভাবে নির্দিষ্ট সময় পর পর (প্রবৃদ্ধিকাল) নতুন কোষ তৈরি হয় এবং পুরানাে কোষকে বাইরে ঠেলে দেয়, যা বাইরে এসে মারা যায় ও চুলে পরিণত হয় । শরীরের অন্য স্থানের চেয়ে মাথার চুলে এ প্রবৃদ্ধিকাল বেশি বলে তা বেশি লম্বা হয়।