পৃথিবীতে বাতাস সৃষ্টির প্রধান কারণ হলো উচ্চ চাপ ও নিম্ন চাপ।
সূর্যের আলো ও তাপ যখন কোনো স্থানের উপর সরাসরি পরে অথবা সূর্য উত্তর বা দক্ষিণ গোলার্ধের সবচেয়ে নিকটবর্তী থাকে তখন সূর্যের আলো ও তাপের প্রভাবে ঐ স্থানের বাতাসের ঘনত্ব কমে যায় এবং নিম্ন চাপের তৈরি হয়।
তার পরক্ষনেই অন্য স্থানে (নিম্ন চাপ স্থানের চারপাশে) উচ্চ চাপ সৃষ্টি হয় । উভয় স্থানে বাতাসের ঘনত্বের তারতম্য হয়।এর প্রভাবে বায়ু উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে ধাবিত হয় । বায়ুর এ ধাবিত হওয়ার ফলে বাতাসের সৃষ্টি হয়।