হ্যাঁ, হাসি ছোঁয়াছে। আর এ কারণে কেউ একজন হাসলে অন্য কেউ যে মুডেই থাকুক না কেন তিনিও হাসতে বাধ্য। বিজ্ঞানীরা গবেষণা করেই এমনটাই অনেকটা নিশ্চিত হয়েছেন। হাসি কেন ছোঁয়াছে?
আমরা প্রায়ই অপরের মুখের ভাবকে অনুকরণ করে থাকি। এ কারণে বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য পান।
আমরা যখনই কারো সাথে কথা বলি বা যোগাযোগ করার চেষ্টা করি, তখনই তার অনুভূতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করি। যেমন ঃ আমাদের কোনো বন্ধু আমাদের আনন্দের সংবাদ দিলে এবং তাকে খুশি দেখলে, হয়তো অবচেতনভাবে আমরাও একই অনুভূতি প্রকাশ করে থাকি। এর মাধ্যমে আমরা তার অনুভূতি গুলো বুঝতে পারি।
কারো আবেগ অনুভূতি গুলোর প্রতিফলন সে নিজেই এবং এর ফলে কোনো ঘটনার সময় তার ভেতর কিছু প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত তৈরি হয়। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যাক্তি ঘটনা অনুসারে যথাযথ আচরণই করে এবং এভাবেই একজন ব্যাক্তি অপরজন কে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয় অথবা এড়িয়ে চলে।
তাই হাসির মূল কারণ হলো আমাদের সামনে যখন কেউ হাসে তখন যে জিনিসটি সে অনুভব করে, আমরাও ঠিক তার মতোই অনুভব করতে চায়। আর হাসিই হলো সেই মাধ্যম, যা একই সাথে সামাজিক ও একটি সম্পর্ককে আরো গভীর ও মজবুত করতে সাহায্য করে।
তাই হাসুন প্রাণ খুলে আর সুস্থ থাকুন সবসময়।