শৈবালের কোষে ক্লোরোফিল নামক অঙ্গানু থাকে যা সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন-ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট উৎপন্ন করে (গ্লুকোজ-C6H12O6)
বিক্রিয়াটি :
6H2O + 6CO2 - - solar light - - > C6H12O6+ 6O2
যেসব উদ্ভিদ নিজেই নিজের খাদ্য উৎপন্ন করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলে।
শৈবাল এর মধ্যে উপরোক্ত বৈশিষ্ট্য থাকায় শৈবালকে স্বনির্ভর, স্বভোজী উদ্ভিদ বলে।