সাইকাস প্রাপ্তবয়স্ক হলে তার ডগার মধ্যবর্তী স্থানে প্রায় গোলাকার বা গম্বুজাকৃতির একটা বেশ বড় মোচা বের হয়। মোচাটি দেখতে অনেকটা ফুলের মতো মনে হয়, কিন্তু আসলে ফুল নয়। এই ফুল আকৃতির মোচার ভিতর ফুল বা ফল কিছুই হয় না। কাজেই আমাদের কাছে বীজ বলতে যা বুঝায় তাও সেখানে তৈরী হয় না। এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এই ফুল আকৃতির মোচার ভিতরে থাকে অসংখ্য স্পোর, এই স্পোরকে সহজ ভাষায় বলা যায় নগ্নবীজ। এমন অনেকগুলো স্পোর যাহা বেশ নমনীয় কোমল কিন্তু তা একত্রিত ও স্ফীত হয়ে ফলের মতো স্তুপ আকারে সজ্জিত থাকে। তাই প্রথম দেখাতে যে কেউ এটিকে ফুল ভাবতে পারে। কিন্তু কিছুদিন পর দেখা যায় ঐ মোচার মধ্যখান থেকে নতুন ভাবে গজিয়ে উঠছে বেশ কিছু নতুন কোমল পাতা। এভাবে ধীরে ধীরে সাইকাস পরিবেশের মধ্যে বাড়তে থাকে।