পরম গতি মানে কোনো বস্তুর প্রকৃত গতি। অর্থাৎ কোনো বস্তু বাস্তবিকভাবেই গতিশীল। এবং এর গতিকে বিচার বা বিশ্লেষণ করতে হলে অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতে হয়না।সবচে সহজ কথা হল আপেক্ষিক নয়।আপেক্ষিক মানে হচ্ছে কোনো বস্তুর সাপেক্ষে। আর পরম গতি মানে কোনো কিছুর সাপেক্ষে নয়। আমরা যত রকমের গতি দেখিনা কেন সব গতিই আপেক্ষিক কোনোটাই পরম বা প্রকৃত নয়। সূর্য্য বলেন চাঁদ বলেন ধুলিকনা অথবা গালাক্সি বলেন সব কিছুই একে অপরে উপর নির্ভরশীল।কেহই স্বতন্ত্র নয়।
ঠিক তেমনিভাবে আমরা যেটাকে স্থির মনে করতেছি সেটা কিন্ত স্থির নয়।সেটা ও চলমান। পৃথীবির চলমান কাজেই তার মধ্যে যাকিছু আছে সবই চলমান। আমরা আপেক্ষিক ভাবে মানে একটা বস্তুর সাপেক্ষে আরেকটাকে স্থির বলে থাকি।কাজেই যা কিছু স্থির আছে তা আপেক্ষিক ভাবে স্থির প্রকৃত ভাবে স্থির নয়।