আইনস্টাইনের থওরি অব রিলেটিভিটি মতে বস্তুর ভর বৃদ্ধি পেলে সময় ধীর হয়ে যায়। কেননা, ভর বৃদ্ধি পেলে ওই বস্তুর চারদিকের স্পেস বা স্থান বেঁকে যায়; সেই সাথে সময়ও ধীর হয়ে যায়। অর্থাৎ ভর বাড়লে সময়ও ধীরে প্রবাহিত হবে। আর আমরা জানি, বস্তুর গতি বাড়লে এর আপেক্ষিক ভর বা রিলেটিভিস্টিক ম্যাস বেড়ে যায়। আর ভর বেড়ে যাওয়ায় সময়ও ধীর হয়।