মোহাম্মদ সোহেল : রকেটের গতির কোনো লিমিটেশন থাকে না স্পেসে। ত্বরণ দিতে থাকলে রকেটের বেগ বাড়তেই থাকে, তবে ভরযুক্ত যেকোন বস্তু আলোর বেগে কখনোই পৌঁছাতে পারবে না। এখন পর্যন্ত সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১৬৩ কি.মি./সেকেন্ড বা ৫৮৬,৮০০ কি.মি./ঘন্টা।
নাসার সোলার স্পেসক্রাফট এর বেগ ১৬৩ কি.মি./সেকেন্ড, যদিও এটা রকেট না। এর উচ্চগতির কারণ সূর্যের অনেক বড় মাপের গ্র্যাভিটি; যেহেতু এটি সূর্যের খুবই কাছের অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে। রকেট কিংবা স্পেসক্রাফট শুধুমাত্র জ্বালানি ব্যবহার করে এতো উচ্চমাত্রার বেগ অর্জন করা সম্ভব নয়; কারণ এতো উচ্চমাত্রার বেগ অর্জনের জন্য অনেক অনেক বেশি জ্বালানির প্রয়োজন হবে। রকেট বলতে লঞ্চার-কে বুঝায়। এখন পর্যন্ত রকেট লঞ্চারের সর্বোচ্চ গতি ১৬.২৬ কি.মি./সেকেন্ড।
রকেটের বেগ বৃদ্ধির সাথে ব্যবহৃত জ্বালানির ভরের সম্পর্ক আছে। নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দ্বারা ত্বরণ দিয়ে কত বেগ পাওয়া যাবে, তা সূত্রের মাধ্যমে বের করা যায়। অ্যাপোলো মিশনে ব্যবহার করা হয়েছিলো ১৫০০০ কেজি জ্বালানি। এই জ্বালানি দিয়ে একটানা ত্বরণ দিতে থাকলে সর্বোচ্চ বেগ পাওয়া যাবে - ৩,৪৬৫.৭ মি./সেকেন্ড। তার ১০ গুণ ভরের জ্বালানি ব্যবহার করলে পাওয়া যাবে প্রায় ১১,৯৮৯.৫ মি./সেকেন্ড। পৃথিবীতে যত জ্বালানি আছে তা সব ব্যবহার করলে পাওয়া যাবে প্রায় ১১৬ কি.মি./সেকেন্ড।
সম্পূর্ণ মহাবিশ্বকে জ্বালানি হিসাবে ব্যবহার করলে সর্বোচ্চ বেগ পাওয়া যাবে প্রায় ৫৬২ কি.মি./সেকেন্ড। অর্থাৎ, সম্পূর্ণ মহাবিশ্বকে জ্বালানি হিসাবে ব্যবহার করলেও আলোর বেগের মাত্র ০.২% বেগ অর্জন করা সম্ভব।
সোর্স : https://www.guinnessworldrecords.com/world-records/66135-fastest-spacecraft-speed
গাণিতিক হিসাবটি নেয়া হয়েছে Quora থেকে:
https://www.quora.com/What-is-the-maximum-speed-of-a-rocket