যদি আপনার ডিভাইস এ OLED(organic light-emitting diode) এবং AMOLED ডিসপ্লে রয়েছে তাহলে এই ডার্ক মোড আপনাকে ব্যাটারি পাওয়ার সেভিং এ সাহায্য করবে।
যেহেতু ডার্ক মোড ব্যবহারের সময় ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে, এতে ডিসপ্লে থেকে আগত নীল আলোর পরিমাণ কমে যায়। তাছাড়াও ডিসপ্লে এর রিফ্লেকশন ও কম হয়।
ডার্ক মোড ব্যবহারের সময় বেশির ভাগ স্থান কালো থাকায় তা চোখের পক্ষে আরামদায়ক হয়।