না না ফোনে কোনো সমস্যা হয় না! ফোন তো বানানোই হয়েছে নেটওয়ার্ক অন থাকার জন্য এবং এর সঙ্গে যাবতীয় কাজ করার জন্য। এখন আপনি ২৪ ঘণ্টা ডাটা অন করে রাখলে আপনার ফোনের এমবি বা নেট বা ডাটা যাই বলি আমরা সেটা বেশি খরচ হবে। আর যেহেতু সিম বা নেটওয়ার্ক অন থাকবে সব সময় সেহেতু ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে যাবে। কারণ নেটওয়ার্ক ব্যান্ড সব সময় সিগনাল খুজার জন্য অন থাকে এবং তার পাওয়ার সোর্স হয় ব্যাটারি!
©