আমাদের লোহিত কণিকার কোষ ঝিল্লীতে দুই ধরণের অ্যান্টিজেন থাকে।যার অ্যান্টিজেন A থাকে তার ব্লাড গ্রুপ হয় A।যার অ্যান্টিজেন B থাকে তার ব্লাডগ্রুপ হয় B।যাদের দুই ধরণের অ্যান্টিজেন ই থাকে তাদের ব্লাড গ্রুপ AB।আর একটাও না থাকলে তার ব্লাড গ্রুপ হয় O।
এই দুই ধরণের অ্যান্টিজেন ছাড়াও Rh অ্যান্টিজেন থাকে।যাদের Rh অ্যান্টিজেন থাকে তাদের ব্লাড গ্রুপ হয় পজিটিভ আর না থাকলে নেগেটিভ।
Answered by: Sanjida Islam Lima