দূর্ঘটনায় সহজেই রক্ত দেয়া হয় না কেননা অন্যের রক্তে বিদ্যমান থাকা রেসার্স ফেক্টর পরীক্ষা না করেই রক্ত গ্রহণ করা উচিত হয় এক্ষেত্রে রোগীর রক্ত জমাট হয়ে প্রাণ নাশের আশংকা থাকে।আবার এইচআইভি বা অন্যান্য রোগের জীবাণু রক্ত দাতার শরীরে থাকতে পারে যার ফলে ক্ষতিকর রোগ সৃষ্টিকারি জীবাণু সুস্থ দেহে প্রবেশ করে দেহের ক্ষতি করতে পারে।। আর এজন্যই দূর্ঘটনায় এবি রক্তের মানুষদের সহজে রক্ত দেয়া হয় না