ক্ষত পরিষ্কার করার জন্য পারফিউম ব্যবহার করা উচিত নয়। কারণ পারফিউমে অ্যালকোহল থাকে যা কোনো কাটা জায়গায় বা ক্ষতে ব্যবহার করা ক্ষতিকর এবং এর ফলে টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ক্ষতে পারফিউম দেওয়ার সাত্যে সাথে প্রচন্ড জ্বলা শুরু হয়। কিন্তু পারফিউম অবশ্যই আমাদের ক্ষতে জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাই আশেপাশে সাবান বা পানি না থাকলে পারফিউম দিয়ে জীবাণুনাশ করা যেতে পারে।
ক্রেডিট: নিশাত তাসনিম (সায়েন্স বী)