রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণে উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে | এ প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয় | কৃত্তিম বৃক্ক আসল বৃক্কের মতই কাজ করে