মাইটোসিস কোষ বিভাজন হয় নিম্নলিখিত কারণে:
- মাইটোসিস কোষ বিভাজনের ফলে অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ গুণাবলি বহন করে।
- অপত্য কোষে মাতৃকোষের গুণগত স্থিতিশীলতা রক্ষা, ক্রোমােজোমের সমতা রক্ষা এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করার মাধ্যমে জীব তার বংশগতি ধারণ করে।
এজন্য মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয় ।