“সহজ ভাষায়, মাইটোসিস হলো কোষ চক্রের একটি অংশবিশেষ যেখানে ক্রোমোসোমগুলো সমান ভাবে বিভক্ত হয়ে কোষের দুই প্রান্তে গমন করে এবং এদের কেন্দ্র করে নিউক্লিয়াস গঠিত হয়। অথবা, মাইটোসিস হলো এক প্রকার কোষ বিভাজন যেখানে একটি কোষ বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান হয়।”
মাইটোসিস কোষ বিভাজন কোষ চক্রের M বা মাইটোটিক ধাপে সংঘটিত হয়। সাধারণত, মাইটোসিসে একটি কোষ থেকে দুইটি কোষ উৎপন্ন হয়। কিন্তু যদি তিনটি বা তার বেশি কোষ তৈরি হয়, তবে তাকে ট্রাইপোলার বা মাল্টিপোলার মাইটোসিস বলে।
মাইটোসিস বিভিন্ন ধরনের কোষে বিভিন্ন ভাবে সংঘটিত হয়। যেমন ধরো, প্রাণি কোষে নিউক্লিয়ার মেমব্রেন আগে ভেঙে যায়। তারপর ক্রোমোসোম বিভক্ত হয়। একে উন্মুক্ত মাইটোসিস বলে।
কিন্তু ছত্রাক কোষে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরেই ক্রোমোসোম বিভক্ত হয়। একে বদ্ধ মাইটোসিস বলা হয়।