মাইটোসিস : মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে; যেমন:- উদ্ভিদের কাণ্ড বা তার শাখা-প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু-শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি-অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে।
মিয়োসিস : মিয়োসিস সর্বদা জনন মাতৃকোষ তথা-মায়োসাইটে সম্পন্ন হয় এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট কোষে হয়। নিম্ন শ্রেণির উদ্ভিদে (হ্যাপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণির উদ্ভিদে (ডিপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে।