মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের দেহকোষে বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোষে ঘটে।
মিয়োসিস জীবের জনন মাতৃকোষে ঘটে।
মাইটোসিস কোষ বিভাজনের মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এই কারণে মাইটোসিস কে সমবিভাজন বলে।
মিয়োসিসে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। তাই মিয়োসিসকে রাস বিভাজন বলে।
মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়।
মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়