১. ছোট গল্প পড়ার চেষ্টা করুন: ছোট গল্পগুলো পড়া হয়ত আপনার পক্ষে সহজ হতে পারে। বিভিন্ন লেখকের গল্প পড়ুন। এসময় মন অন্য পঠনের দিকে নিবেশ করলে ভাল।
২. নতুন বিষয় নিয়ে পড়াশুনো করুন/ব্লগ দেখুন/অডিও বা ভিডিও দেখুন: বেশিরভাগ লোকেরা একই ধরনের বই পড়ে অভ্যস্ত। বিষয় বাড়িয়ে ফেললে কী হবে? আপনি যে একই ধরণের বই পড়তে গিয়ে বিরক্ত হচ্ছেন সেটা কেটে যাবে। ব্লগ বা বইয়ের রিভ্যু দেখতে পারেন। যে কোনো অডিও (গান/কবিতা) শুনুন বা ভিডিও দেখলেও পারেন। আজকাল অনেকরকম প্লাটফর্ম রয়েছে। বা অন্য কোনো সখ থাকলে সেটা নিয়ে মেতে থাকুন।
৩. বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের কাছ থেকে রেফারেন্স যোগাড় করুন: আপনি আপনার বন্ধু, পরিবার বা আত্মীয়দের কাছ থেকে ভাল বইয়ের রেফারেন্স পেতে পারেন। আপনি নতুন বই সম্পর্কে জানতে পারবেন এবং একঘেয়েমি চলে যাবে।
৪. কোনও পুরানো প্রিয় বই আবার পড়ার চেষ্টা করুন: আপনার পছন্দের যে কোনো পুরানো বই বের করে ফেলুন আর পড়া আরম্ভ করুন। বিশ্বাস করুন মেজাজ ভাল হয়ে যাবে।
৫. একই সঙ্গে দুটো বই পড়তে পারেন: মানে একটা বই কিছুটা পড়ে অন্য আরেকটা শুরু করলেন। এতে দুই ধরনের গল্প থাকবে যা আপনাকে একঘেয়েমি থেকে বাঁচাবে, রিডার্স ব্লক হতে দেবে না। তবে হ্যাঁ, মনে রাখবেন, বইয়ের ভাষা যেন সহজ হয়।
collected