“রিডার্স ব্লক” এমন একটা অবস্থা যেখানে আপনি বিভিন্ন কারনে কোনও বই পড়তে পারবেন না।
এই অবস্থা সকলেরই একাধিক বার হতে পারে। আমারও হয়েছে, অনেকবার হয়েছে। আমি বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি। এ জিনিস ভবিষ্যতেও একাধিকবার হতে পারে। সে বিষয়ে সন্দেহ নেই।
এটা এমন এক অবস্থা যেসময় কোনো ব্যক্তি বই নিয়ে এগিয়ে যেতে পারেন না। আপনি হয়ত কোনো বই পড়ছেন অথচ সেটা থেকে প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়ছেন বা কোনও পৃষ্ঠা উল্টিয়ে যাওয়ার পরেও তার একবর্ণ বুঝতে পারেননি। তার মানে হল আপনি যা পড়েছেন তা আপনার উপর কোনো প্রতিক্রিয়া ফেলেনি।
এমনও হতে পারে যে আপনি কেবল এক দুটো অনুচ্ছেদ কিংবা একটা পৃষ্ঠা পড়তে পেরেছেন তবে আপনি যা পড়েছেন তার কিছুই আপনি ধরে রাখতে পারেননি বা আপনার মনোযোগ আকর্ষণ করেনি।
collected