ইন্টারফেজ ও মাইটোটিক কোষ বিভাজন পর্যায়ক্রমিকভাবে কোষ চক্র সম্পন্ন করে।
কোষ চক্র না হলে এককোষী বা বহুকোষী, কোনাে জীবেরই বংশবৃদ্ধি হবে না। কোষ চক্রের ইন্টারফেজ -এর প্রস্তুতির কারণেই মাইটোসিস হয়, আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করে। প্রতিটি জীবে স্বাভাবিক কোষ চক্র ঐ জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে।
আর মায়োসিস প্রক্রিয়া যেহেতু জীবের ঐ সব কার্যক্রমে অংশগ্রহণ করে না, তাই মায়োসিসে কোষ চক্র ঘটে না।