মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম কে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত দেখা যায় যার প্রতিটি নাম ক্রোমাটিড | প্রতিটি ক্রোমোসোম সমান ও সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত | আধুনিক ধারণা অনুযায়ী, ক্রোমাটিড একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত |