যে কোনো প্লাস্টিকের বোতল বা পাত্র খাদ্য-পানীয় রাখার কাজে কতোটা ব্যবহার করা ঠিক, তা নির্ভর করে ঐ বোতলটা কোন প্লাস্টিক দিয়ে তৈরি তার ওপর। এখন কথা হচ্ছে, আমরা বুঝবো কীভাবে ঐ প্লাস্টিকটার চরিত্র আসলে কী? এটা আমরা বুঝবো বোতল (বা পাত্রের) নিচের দিকে থাকা রেসিন আইডেনটিফিকেশন কোড বা আরআইসি থেকে।
প্লাস্টিকের আরআইসি চিহ্ন দেখতে একটা ত্রিভুজের মতো। ত্রিভুজটা তিনটে বাঁকানো তীর দিয়ে তৈরি। এই ত্রিভুজের মধ্যে থাকে ১ থেকে ৭-এর মধ্যে কোনো একটা সংখ্যা। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা চিহ্ন, যার সাহায্যে আমরা জেনে নিতে পারি যে কোনো প্লাস্টিকের আসল পরিচয়।
ত্রিভুজের মধ্যের সংখ্যাটা যদি ১ হয়, তবে বুঝতে হবে বোতলের প্লাস্টিকটা হলো পিইটি (PET) বা পলিইথিলিন টেরাফথ্যালেট। এ ধরনের প্লাস্টিককে খাদ্য বা পানীয় রাখার পক্ষে এমনিতে নিরাপদ বলেই গণ্য করা হয়। কিন্তু, এ ধরণের প্লাস্টিকের পাত্রে ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর অনুজীব সহজেই বাসা বাঁধে। তাই এ জাতীয় প্লাস্টিকের তৈরি বোতল বা পাত্র একবারের বেশি ব্যবহার করা উচিত নয়।
আমরা বাজারে যেসব জলের বোতল বা কোল্ড ড্রিংকসের বোতল দেখি সেগুলো সাধারণত এই পিইটি জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি। তাই এগুলোকে একবারের বেশি ব্যবহার করা ঠিক নয়। অর্থাৎ, এগুলোকে বাড়িতে জল রাখার কাজে ব্যবহার না করাই মঙ্গল।
তবে কোনো প্লাস্টিকের বোতল যদি হাই ডেনসিটি পলিইথিলিন (আরআইসি নাম্বার ২) বা লো ডেনসিটি পলিইথিলিন (আরআইসি নাম্বার ৪) কিংবা পলিপ্রপিলিন (আরআইসি নাম্বার ৫) জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তবে সেটিকে বাড়িতে জল রাখার কাজে ব্যবহার করা যেতে পারে।
collected