ইংরেজি ‘Anthropology’ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো নৃবিজ্ঞান। ‘Anthropology’ শব্দটি গ্রীক শব্দ Anthropos (মানুষ) এবং Logos (বিশেষ জ্ঞান) থেকে এসেছে। Anthropology বা নৃবিজ্ঞান শব্দটির অর্থ দাঁড়ায় মানুষ সম্পৃক্ত বিশেষ জ্ঞান। নৃবিজ্ঞান বর্তমান ও অতীতের মানুষের, মানবসমাজের মধ্যকার সমরূপতা ও ভিন্নতা নিয়ে কাজ করে।
‘এনসাইক্লোপিডিয়া অব এন্থ্রোপোলজির’ সম্পাদকদ্বয় ডেভিড ই হান্টার ও ফিলিপ হুইটেনের মতে, এই জ্ঞানশাস্ত্রটিকে মনুষ্যপ্রকৃতির একটি নিয়মতান্ত্রিক অধ্যয়ন হিসেবে পাঠ করা যেতে পারে।
কালচারাল এন্থ্রোপোলজির লেখক সেরিনা নন্দা নৃবিজ্ঞানকে মানব সমাজ ও সংস্কৃতির তুলনামূলক অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করেন।
এছাড়াও, মানুষের জীবনধারা অর্থাৎ সংস্কৃতি এবং এর সাথে মানুষ কিভাবে খাপ খাওয়ায় তার বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা প্রদান করে নৃবিজ্ঞান। অপরাপর শাস্ত্রসমূহ থেকে নৃবিজ্ঞানের পার্থক্য হলো নৃবিজ্ঞানের ‘Holistic approach’ (সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গি)। কেননা নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়।সকল স্থান ও সকল কালের মানুষ নৃবিজ্ঞানের গবেষণার অংশ।
TASNIM