"নাজকা লাইন(Nazca line)"
কখনো যদি আপনি একটি বিমান নিয়ে পেরু দেশের রাজধানী লিমার প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ এ যেতে পারেন তবে আপনি নিচের এই সব বিভিন্ন অদ্ভুত ধরণের চিত্র সমূহ দেখতে পারবেন।
এগুলো নাজকা লাইন হিসেবে পরিচিত রয়েছে।এটি ভূমিতে প্রায় ১৭০ মাইল^2 এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে।তবে এগুলো বেশি গভীর নয় খুব হলে ৬-১২ মিটার তবে এগুলো লম্বায় সর্বোচ্চ ৩০০ মিটার হতে পারে ।
সর্বপ্রথম এগুলোকে ১৫০০ শতকে আবিষ্কার করা হয়।কিন্তু ১৯২৭ সালের আগ পর্যন্ত সবার ধারণা ছিল যে এগুলো সম্ভবত কোন প্রাচীন সভ্যতা ব্যবহৃত রাস্তা। তবে ১৯২৭ সালে একজন পেরুবীয়ান প্রত্নতত্ত্ববিদ যখন এই লাইন গুলোকে পাশের একটি পাহাড় থেকে খেয়াল করেন তখন তিনি এখানে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পারেন, যাকে সবাই এতদিন রাস্তা ভেবে ভুল করতেন। যেমন : মাকড়সা(৪৬ মিটার); বানর (১১০ মিটার); টিকটিকি(১৮০ মিটার) আবার কোথাও কোথাও বিভিন্ন গাছপালার চিত্র সমূহকেও লক্ষ্য করা যায়।
ধারণা করা হয়, এগুলো সম্ভবত খ্রিস্টপূর্ব ২০০ হতে ৫০০ খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে এগুলো তৈরি করা হয়। আর যারা এগুলো তৈরি করে ছিল তারা ইতিহাসে নাজকা জাতি হিসেবে পরিচিত।যদিও অনেকেই ধারণা করেন এগুলো হয়তো এলিয়েন তৈরি করেছে তবে এ সম্পর্কে কোন প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হয়, নাজকা জাতি এগুলো তাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন।
Shah Sultan Nur
Source : LiveScience; Wikipedia, History Channel..