সার্ভারের প্রকারভেদঃ
১.ওয়েব সার্ভার
যে সার্ভারে ওয়েবপেজ বা ওয়েব কন্টেন্টগুলো জমা রাখা হয় তাকে Web Server বলে এবং ইউজারদের রিকুয়েস্ট অনুসারে সেগুলো প্রদান করে। অনেক সময় ইউজাররাও কন্টেন্ট আপলোড করার সুযোগ পায়; যেমন ভিবিন্ন সাইটে ইমেজ ও ভিডিও আপলোড কিংবা কন্টেন্ট শেয়ার।
২.ই-মেইল সার্ভার
ই-মেইল যার পূর্ণ রূপ ইলেক্ট্রনিক মেইল। নাম শুনেই বোঝা যায় এটি একটি ইমেইল সংক্রান্ত Server। এক্ষেত্রে ইউজাই যেহেতু ইমেইল পাঠায় বা রিসিভ করে তাই যারা সার্ভারের দায়িত্বে থাকে তারা কোন কন্টেন্ট যুক্ত করে না।
৩.আইডেন্টি সার্ভার
অনেক সাইটে প্রবেশ করার জন্য আমাদের লগ-ইন করতে হয়। এই ধরনের Server সিকিউরিটির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ কোরে থাকেন। অনেকটা ডেটাবেশ এর মতো।
৪.FTP Server
যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তারা এটি সম্পর্কে ভালো জানেন; দ্রুতগতিতে ফাইল ট্র্যান্সফার এর জন্য FTP Server ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেট সার্ভিস প্রভাইডার কোম্পানি তাদের ইউজারদের দ্রুত গতিতে গেমস কিংবা ভিডিও অথবা অন্যান্য ফাইল ডাউনলোড সুবিধা দেওয়ার জন্য এই সার্ভারের ব্যবহার করেন।
৫.হাইব্রিড Server
আলাদা আলাদা Server ব্যবহারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়; আর এই সমস্যা সমাধানের জন্য সকল সার্ভারের স্বমন্বয়ে তৈরি করা হয়েছে Hybrid Server বা কম্বাইন্ড সার্ভার। বানিজ্যিক ভাবে যারা হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে তারা এই ধরনের Server ব্যবহার করে থাকে। যা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানে জড়িত কোম্পানি বা প্রতিষ্ঠানের উভয়ের জন্যই সহজ ও ঝামেলা মুক্ত।
SAMI