আসলে লাট্টুর মত "কণার" এইরকম "ঘূর্ণন" এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই! ইলেকট্রন বা প্রোটন এইভাবে নিজের অক্ষের চারপাশে ঘুরপাক খায় না। ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো কণাই এইভাবে ঘুরপাক খায় না। তাই এই ব্যাপারে কণার "স্পিন" এর সঙ্গে সাধারণ "স্পিন" কে গুলিয়ে ফেলবেন না।
কোরা