(a) স্বচ্ছ তরল ও গ্যাসীয় পদার্থের আণবিক গঠন অনেকটা চিত্রের ন্যায় অসজ্জিত। (b) কঠিন পদার্থের আণবিক গঠন সুসজ্জিত।
আমরা জানি, আলো দ্বৈত ধর্ম প্রদর্শন করে। আলোচনার সুবিধার্থে আলোকে আমরা বিদ্যুৎ-চৌম্বকীয় শক্তি তরঙ্গ বিবেচনা করি। এই তরঙ্গ যখন কোনো বস্তুর ভেতর দিয়ে কোনোপ্রকার বাধাপ্রাপ্ত না হয়ে অতিক্রম করতে পারে, তাহলে সে পদার্থটি স্বচ্ছ পদার্থ।
এখন প্রশ্ন হলো, কোনো কোনো বস্তু কেন তার মধ্য দিয়ে আলোক তরঙ্গ অতিক্রম করতে দেয় আর কোনো বস্তু কেন দেয় না। এটা নির্ভর করে বস্তুর ইলেকট্রন বিন্যাসের ওপর।
কোনো পদার্থের ভেতর ইলেকট্রনগুলো কীভাবে সাজানো আছে এবং পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে তাদের বন্ধন কী রকম, তার ওপর অনেক কিছু নির্ভর করে। বিশেষভাবে বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গ কোনো বস্তুর মধ্য দিয়ে অতিক্রম করার সময় বস্তুর প্রতিক্রিয়া ও ফলাফল অনেকাংশে নির্ভর করে এর ওপর। যদি ইলেকট্রনগুলো ওই তরঙ্গের শক্তি শুষে নিতে না পারে, তাহলে ওই পদার্থের মধ্য দিয়ে আলো নির্বিবাদে চলে যায় এবং বস্তুটি স্বচ্ছ বলে প্রতিভাত হয়।
আর যদি ওরা কিছু পরিমাণ তরঙ্গশক্তি আত্মসাৎ করতে পারে, তাহলে বস্তুটি কিছুটা ম্লান, আবছা অথবা পুরোপুরি ঘন দেখায়। এগুলোই অস্বচ্ছ।
shohidul