আমরা সাধারণত জানি পদার্থ তিনটি রূপে অবস্থান করে। কঠিন, তরল ও বায়বীয়। কিন্তু মহাবিশ্বে পদার্থ আরও জটিল রূপেও অবস্থান করে। বিজ্ঞানীরা বলেন, পদার্থের একটি চতুর্থ রূপ রয়েছে, এর নাম প্লাজমা। পৃথিবীতে অবশ্য প্লাজমা খুব স্বাভাবিক রূপে অবস্থান করে না। কিন্তু মহাবিশ্বে এর অবস্থান বেশি। নক্ষত্রগুলো প্লাজমা দিয়ে গঠিত। প্লাজমা আসলে গ্যাসের মতো। এর নির্দিষ্ট কোনো আকার নেই। পার্থক্য হলো গ্যাস বৈদ্যুতিকভাবে নিষ্ক্রিয়, কিন্তু প্লাজমায় রয়েছে আয়নিত গ্যাস। অতি উচ্চ তাপে কিংবা শক্তিশালী বিদ্যুত্চুম্বকীয় ক্ষেত্রে গ্যাস আয়নিত হয়। তখন তাতে ঋণাত্মক চার্জে চার্জিত ইলেকট্রন ও ধনাত্মক আয়ন তৈরি হয়। এই চার্জের জন্যই প্লাজমা গ্যাসের চেয়ে আলাদা।