অবিশুদ্ধ পদার্থে বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকে। আর একেক পদার্থের স্ফুটনাংক একেকরকম। যেমন বাজারে যেসকল মোম পাওয়া যায় তাতে শতভাগ বিশুদ্ধ মোম পাওয়া যায় না। ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে তাতে কিছু অপদ্রব্য মিশায়। এতে করে মোমের গলনাংক ও স্ফুটনাংক হ্রাস-বৃদ্ধি হতে পারে। তাই অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাংক বিশুদ্ধ পদার্থের চেয়ে কম-বেশি হতে পারে।