Diploblastic বা দ্বীস্তরী প্রাণী বলতে হাইড্রা ইত্যাদি বোঝায় যাদের শরীরে দুটি স্তর দিয়ে কলা (tissue - ectoderm & endoderm) তইরি হয়। নিডারিয়া (cnidaria) বা সিলেনটারেটা ( coelentareta) গ্রুপ এর প্রাণীরা যেমন হাইড্রা, কোরাল, সি-এনিমোন, জেলিফিশ ইত্যাদি এরকম প্রাণী।
Triploblastic বা ত্রি-স্তরিয় প্রাণী ফিতাক্রিমি থেকে শুরু করে আর সব উচ্চতর প্রাণী (বিবর্তনএর ইতিহাস) ( আমরাও)। এদের কলা এই মূল তিনটি স্তর (three germinal layer - ectoderm, mesoderm n endoderm) দিয়ে হয়।
Jyoti