একটি বলকে যখন উপরের দিকে ছুঁড়ে মারবেন, সেটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে যাবে। এই সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হবে ০ মি/সে। ওই অবস্থান থেকে বল নিচে পড়া শুরু করবে অভিকর্ষজ ত্বরনের জন্য। তারমানে দাঁড়ায় বল নিচে পড়তে শুরু করার মূহুর্তে তার ওপর ত্বরন কাজ করেছে, বেগ নয়। অর্থাৎ ওই ক্ষনিক সময়ের জন্য বলটির ত্বরন থাকবে, বেগ থাকবেনা।
Moeen