অবশ্যই সম্ভব। শুধু সম্ভবই না; বরং অন্য কোনও ত্বরণ ছাড়া বস্তুর ওপরে ওঠা সম্ভবই না। অভিকর্ষজ ত্বরণকে কাটানোর জন্য তার চাইতে শক্তিশালী ত্বরণ প্রয়োগ করতে হবে। যখন ওই বহির্প্রযুক্ত ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চাইতে বেশি হবে তখনই বস্তটি ওপরে উঠবে।
এখন যদি বলেন, না, না, প্রযুক্ত ত্বরণ বাদেও অন্য কোনও ত্বরণ কাজ করতে পারে কি না? অবশ্যই করতে পারে। সান্দ্রতাজনিত ত্বরণ। হ্যাঁ, তরল প্রবাহীর মাঝ দিয়ে যাওয়ার সময় এই সান্দ্রতা বলে উৎপত্তি ঘটে। তখন এই ত্বরণ প্রযুক্ত হয়। বাতাস, পানি, গ্যাস এসবই তরল প্রবাহী। তো কাজেই, আকাশে একটা জিনিসকে ছুঁড়ে দিলে সেটাকে অভিকর্ষজ বল টানতে থাকে পাশাপাশি বাতাসের সান্দ্রতা বলও একে টানতে থাকে। দুটো ত্বরণ একত্রে টানতে থাকে। আর আমরা এর চাইতে বেশি ত্বরণ প্রয়োগ করলেই তবে জিনিসটা উড়তে পারে। ধন্যবাদ।