Mobin Sikder প্রথমত প্লেনে অক্সিজেন কম থাকে, এজন্য অলফ্যা্কটরি লোবের কার্যকরিতা কমে যায়।
দ্বিতীয়ত আর্দ্রতা অনেক কমে যায়, প্রায় ১২% এ নেমে আসে যা সাহারা মরুভূমির থেকেও কম, এটি সরাসরি নাকের সেন্স কে অ্যাফেক্ট করে৷
কম ময়েশ্চারাইজারের কারণে নাকের গন্ধ নেওয়ার ক্ষমতা কমে যায়৷
সর্বশেষ হচ্ছে প্লেনে প্রচুর বিশৃঙ্খলা বা শব্দ যা খাবারের স্বাদ নেওয়ার থেকেও মেজাজ খিটখিটে থাকে।