জন্ডিসের লক্ষণ ও উপসর্গসমূহ
জন্ডিসের প্রধান লক্ষণ হল চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদবর্ণ ধারণ করতে পারে।
১. শারীরিক দুর্বলতা।
২. ক্ষুধামন্দা।
৩. জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা।
৪. বমি বমি ভাব অথবা বমি।
৫. মৃদু বা তীব্র পেট ব্যথা।
৬. অনেকসময় পায়খানা সাদা হয়ে যাওয়া।
৭. চুলকানি।
৮. যকৃত শক্ত হয়ে যাওয়া।
©️সংগৃহীত