না মোবাইল সুইচ অফ করে চার্জ দিলে কোনো সমস্যা হবে না বরং আরো ভালো হবে কারণ মোবাইল সুইচ অফ করে চার্জ দিলে আপনার মোবাইল তাড়াতাড়ি চার্জ হবে ও মোবাইল এর ব্যাটারি লাইফ ও বৃদ্ধি পাবে কারণ মোবাইল যখন সুইচ অন থাকে তখন. সে নেটওয়ার্ক এর সাথে যুক্ত থাকে এবং সে অনবরত নেটওয়ার্ক সার্চ করতে থাকে। ফলে ব্যাটারী খরচ হতে থাকে এবং এদিকে ব্যাটারি চার্জ ও হতে থাকে তাই মোবাইল অল্প গরম হতে পারে কিন্তু সেটা খুবই অল্প। আর অন্যদিকে আপনি যদি মোবাইল সুইচ অফ করে চার্জ দেন সেদিকে নেটওয়ার্ক সার্চ করবে না আর আপনার কোনো ব্যাটারি খরচ ও হবে না তাই আপনার মোবাইল খুব তাড়াতাড়ি চার্জ ও হবে। এছাড়াও আপনি আপনার মোবাইল এরোপ্লেন মড করেও চার্জ দিতে পারেন এতেও অনেক তাড়াতাড়ি চার্জ হবে। এবং ব্যাটারি জীবনের ও বাড়বে।
soumik