মোবাইলের ব্যাটারি ভালো রাখতে হলে এই পয়েন্ট গুলো অব্যসই ফলো করবেন,
১)কোনোদিন ব্যাটারি ০% বা ১০০% করবেন না। সবসময় ব্যাটারির চার্জ ২০ থেকে ৮০% মেইনটেইন করার চেষ্টা করবেন।মাসে একবার চার্জ ০% করে আবার ১০০% করবেন।এতে ব্যাটারির লাইফ প্রায় দেড় থেকে দুই বছর বাড়াতে পারবেন।
২) সবসময় কোম্পানির দেওয়া চার্জার ব্যাবহার করা উচিত বা হারিয়ে গেলে একই রেটিং এর চার্জার কিনবেন।যেমন ৫V-২A বা ৫V-১A যেমন আপনার চার্জার এর রেটিং দেখে রাখবেন।
৩)ব্যাকগ্রাউন্ড এ অনেক চার্জ টানে এইসব অ্যাপ গুলোকে দেখে তাদের ব্যাটারি ইউজেজ ব্লক করবেন।কারণ এরম হলে দিনে অনেকবার চার্জ দিতে হবে ও ব্যাটারির চার্জ সাইকেল কমবে।
৪)খুব গরম স্থানে মোবাইল রাখবেন না যেমন সূর্যের আলোয়,পিসি এর ওপর,তাহলে লিথিয়াম আইরন ব্যাটারির চার্জ ক্যাপাসিটি কমবে।
এমনিতে একটা ফোন যদি আপনি একবছর ইউজ করেন তাহলে পরের বছর আপনার ফোনের ব্যাটারির ৮৫% থেকে যায়।মানে আপনার ফোনে ৪০০০mah এর ব্যাটারি হলে পরের বছর তা ৩৪০০mah হোয়ে যায়।তাই যদি এই পয়েন্টগুলো ফলো করেন তাহলে প্রায় তিন বছর আপনি ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন।
wasim