বর্তমান সময়ে মোবাইলে সাধারণত দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়।
১.লিথিয়াম আয়ন(Li-ion)
২.লিথিয়াম পলিমার(Li-ion)
লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কম ক্যাপাসিটিতেই বেশি বড় হয়ে যায় ফলে মোবাইল ফোন গুলোও মোটা হয়ে যায়।
লিথিয়াম পলিমার ব্যাটারি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি।এতে ক্যাপাসিটি বেশি হলেও ব্যাটারিটি স্লিম হয় এবং মোবাইল ফোনটিও স্লিম হয়।লিথিয়াম পলিমার ব্যাটারি Li-ion এর তুলনায় ফোনের ৪০% ওজন কমাতে সক্ষম।