শকুনের দৃষ্টি এতটাই প্রখর যে, অনেক উঁচু থেকেও মাটি বা পানির ওপরে থাকা খাবার দেখতে পায়। আর এই প্রখর দৃষ্টিশক্তিই তাদের মূল হাতিয়ার। এটি মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে। সাধারণত এরা অসুস্থ ও মৃতপ্রায় প্রাণীর চারিদিকে উড়তে থাকে এবং প্রাণীটির মরার জন্য অপেক্ষা করে। এরা আকাশে উড়ে লক্ষ করে কোনো প্রানীটি অসুস্থ্য। এবং সেই প্রানীটি মারা গেলে শকুন তখন মৃত প্রানিটির উপর ঝাপিয়ে পড়ে।
খুব বেশি প্রয়োজন না হলে শকুন জীবিত প্রানির উপর আক্রমন করেন।