কারণ বসন্তকাল কোকিলের প্রজননের সময় ৷ আপনার ছবির কোকিলটা Asian Koel জাতীয় পুরুষ কোকিল ৷ এরা বসন্তকালে স্ত্রী কোকিলকে ডেকে ডেকে প্রজননের জন্য আকৃষ্ট করে ৷ মিলনের পর ডিম পাড়ার সময় হলে ঘটে অদ্ভুত কাণ্ড ! কোকিল পরজীবী পাখি, অন্য পাখির (শুধু কাক নয়, আরও পোষক পাখি আছে এর) বাসায় ডিম পাড়ে ৷ স্ত্রী কোকিল সুবিধাজনক পাখির বাসা খুঁজে বের করে ৷ তারপর বাজপাখির ছদ্মবেশ ধারণ করে অথবা বাজপাখির ডাক নকল করে ভয় দেখিয়ে বাসা থেকে স্ত্রী পাখিকে সরিয়ে দেয় ৷ এরপর ডিম পেড়ে চলে যায় ৷ কোকিলের ডিম আগে ফুটবে ৷ বাচ্চা বেরিয়ে এসেই চেষ্টা করবে পোষক পাখির ডিমগুলো ফেলে দেওয়ার যেন পোষক পাখির বাচ্চাদের সাথে খাবার ও ভালোবাসা নিয়ে প্রতিযোগিতা না হয় ৷ একেক জাতের কোকিল একেক রঙের ডিম পাড়ে এবং নিজের ডিমের রঙের সাথে মিলে সেই পাখির বাসায় কোকিল ডিম পাড়বে ৷
-রাশিক আজমাইন, মডারেটর, সায়েন্স বী